বরিশাল
উজিরপুরে সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক,ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বুধবার এ্যাম্বুলেন্স, কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬জন নিহতের ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত আরিফের ফুফাতো ভাই রাশিদুল হাসান বাদি হয়ে কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আসামি করে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে বুধবার বিকেলে এ্যাম্বুলেন্সের সঙ্গে কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঝালকাঠি জেলার বাউকাঠি গ্রামের আরিফ হোসেন (৩২), ছোট ভাই তারেক হোসেন রারি (২৮), বোন ঢাকার সিএমএইচ হাসপাতালে কর্মরত আর্মড ফোর্সেস নার্সেস সার্ভিসের মেজর সুরাইয়া আক্তার ওরফে শিউলী (৩০), মা কহিনুর বেগম (৫০), আরিফের স্ত্রীর বড় ভাই নজরুল ইসলাম (৪৫) ও এ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন (৪০) নিহত হন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহর আরিফ হোসেনের ফুফাতো ভাই রাশিদুল হাসান বাদি হয়ে কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আসামি করে বুধবার গভীর রাতে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অশোক কুমার বলেন, লাশের ময়না তদন্তের পর গতকাল বৃহস্পতিবার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এদিকে উজিরপুর থানায় মামলা দায়েরের পর মামলাটি তদন্ত কার্যক্রম আমরা শুরু করেছি। এজাহারভূক্ত আসামি কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।