বরিশাল
বস্তির শিশুদের বিনা বেতনে পড়ার সুযোগের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ভূমিহীন বস্তিবাসী মানুষের শিশু সন্তানদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়া-লেখার সুযোগের দাবিতে শুক্রবার সকালে নগরীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে সদর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে জেলা সমাজতান্ত্রিক ছ্ত্রা ফ্রন্টের সভাপতি মণিষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রসুলচরের বাসিন্দা জোহরা বেগম, ছাত্র ফ্রন্টের নেতা মিঠুন চক্রবর্তী, জনি, তানজিল, পলি, শান্ত মিত্র, ফ্রন্টের বিএম কলেজ শাখার সদস্য মোজাম্মেল হক সাগর, নিলিমা জাহান প্রমুখ। বক্তারা, অবিলম্বে সকল বস্তি, কলোনীসহ ভূমিহীন পরিবারের সন্তানদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়া-লেখার সুযোগ তৈরী করার আহবান করেন।