বরিশাল
আগৈলঝাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের বুধবার বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ওই দিন দুই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সুনীল বাড়ৈর ছেলে সঞ্জিত বাড়ৈ, ও চলবল গ্রামের গৌতম বালার ছেলে নিটল বালাকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাসি করে ২২পিস ইয়াবা বড়ি ও ২৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ তৈয়বুর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল অদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।