বরিশাল
আগৈলঝাড়া ছোটমনি নিবাসের তিন শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় গৈলায় অবস্থিত বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসে (বেবীহোম) আশ্রিত তিন শিশুকে আদালতের নির্দেশে রোববার সকালে আইনগত অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসের উপ-তত্ববধায়ক আবুল কালাম আজাদ জানান, সাইফুল ইসলামকে (৭) ২০১৭ সালে আগৈলঝাড়া উপজেলার রথখোলা নামক স্থানে পরে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেন। পরবর্তিতে পুলিশ বিষয়টি জিডি করে বরিশাল বিভাগীয় ছোটমনি নিবাসে (বেবীহোম) হস্তান্তর করেন। গত দুই বছর সাইফুল এখানে ছিল। পরবর্তিতে পরিবালের লেঅকজন এখানে এসে তাদের সন্তানকে সনাক্ত করে সন্তাননকে ফিরে আদারতে আবেদন করেন। আদালত সাইফুলকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দিলে গতকাল রোববার সাইফুলের বাবা বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের হাতেম মৃধার ছেলে বাবুল মৃধা আদালতের নির্দেশ নামা জমা দিলে বাবার কাছে সাইফুলকে দেয়া হয়।
এ ছাড়া ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আগৈলঝাড়া উপজেলার আহুতি বাটরা গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান কাওসার সরদার (৬) ও আলহাজ সরদার (৩) নামে দুই শিশুকে ছোটমনি নিবাসে (বেবীহোম) দেয়া হয়। রোববার কাওছারের আইনগত অভিভাক মা নুরুন নাহার বেগম ও আলহাজ সরদারের আইনগত অভিভাবক তার নানী আম্বীয়া খাতুনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজ সেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মোঃ সাজ্জাদ পারভেজ।