বরিশাল
মিনা দিবস ২০১৯ উপলক্ষে উজিরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মিনা দিবস ২০১৯ উপলক্ষে উজিরপুর প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনিবুর রহমান, মোস্তফা কামাল, নিজাম উদ্দিন, রাবেয়া চৌধুরী, শিক্ষক মোঃ নাজমুল হক, আসাদুল হক প্রমূখ।