বরিশাল
গৌরনদীতে নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদীতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগী। বুধবার নতুন করো সুমি আক্তার, হৃদয় হোসেন তার সহদোর রিয়াদ হোসেনসহ ৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম মিজা জানান, গত ৩০ জুলাই মুলাদীর কাচিচর গ্রামের বাসিন্দা সহকারী শিক্ষিকা তানিয়া আক্তার প্রথম ডেঙ্গু রোগী হিসেবে সনাক্ত হয়। ওই রাতেই পৌরসভার আশোকাঠী মহল্লার আলেয়া বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। তার পর থেকেই ডেঙ্গু রাগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকে। গত ১৫ দিনে সরকারি হিসেবে ৫৭ জন ডেঙ্গু রোগী সনাক্ত হলেও বেসরকারি ভাবে এর সংখ্যা আরো বেশি। তার মধ্যে ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন অনেকে।