বরিশাল
গৌরনদীতে সদ্য যোগদানকারী ইউএনও’র সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী ইসরাত জাহানের সাথে বৃহস্পতিবার সকালে বিভিন্ন ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইনের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, সহ-সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক মাকসুদ আলী সুমন, সহ-প্রচার সম্পাদক জামিল মাহমুদ, সাংবাদিক হাসান মাহমুদ, আরিফেন রিয়াদ, রনি মোল্লা, এমআর মহসীন, জিএম জসিম হাসানসহ অন্যান্য সাংবাদিবৃন্দ। সভায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সার্বিক বিষয়ের সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।