বরিশাল
আগৈলঝাড়ায় ছেলে ধরা ও গলা কাটা গুজব প্রতিরোধে র্যালী ও মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ দেশে সাম্প্রতিক সময়ে ছেলে ধরা, গলাকাটা গুজব ও ডেঙ্গু মহামারি আকাড়ে ছড়িয়ে পরায় মানুষকে সচেতন ও গুজব প্রতিরোধে আগৈলঝাড়া থানার উদ্যোগে মঙ্গলবার র্যালী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। গৈলা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউিনিটি পুলিশিং সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত। বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস। একই দিন গনসচেতনাতার রক্ষে পয়সারহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্নাঢ্য র্যালী বের করে। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) মোঃ আফজাল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। বক্তারা গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে বলেন, এ ধরনের কোন মিথ্যা সংবাদ পেলে বিষয়টি সত্যতা যাচাই করে পুলিশ ঝানানোর জন্য আহবান জানান।