বরিশাল
গৌরনদীর বার্থী তাঁরা মন্দিরে বাৎসরিক পূজা পূনর্মিলনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার প্রায় ৫’শত বছরের পুরানো ঐতিহ্যবাহী শ্রী শ্রী বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক পূজা পূনর্মিলনী শনিবার মন্দির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
মন্দিরের পুরোহিত অনিল মৈত্র জানান, এ উপলক্ষে সকাল ৯টার কালী পূজা, দুপুর ১২টা অঞ্জলী, বেলা ১টা বলিদান, ২.৩০ মিনিটের সময় ভোগ আরতি ও মহা প্রসাদের আয়োজন করা হয। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও শ্রী শ্রী বার্থী তাঁরা মায়ের মন্দির ট্রাষ্টি বোর্ডের সভাপতি এ্যাডভোকেট বলরাম পোদ্দার, সদস্য ও বরিশাল অমৃত ফুট পোডাক্সের পরিচালক সাদা মনের মানুষ বিনয় কৃষ্ণ দে, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, শ্রী শ্রী বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সান্তুনু ঘোষ, সাধারন সম্পাদক প্রনব রঞ্জন দত্ত বাবু, সদস্য ও টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শেখর দত্ত বনিক, শিশির কুমার কুন্ড, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক ও সদস্য মণীষ চন্দ্র বিশ্বাসসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।