গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেত্রী শিরিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনকে শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদীতে বরিশাল সদর উত্তর জেলা যুবদল, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জানাগেছে, বিএনপি নেত্রী বিলকিস আক্তার জাহান শিরিন সদ্য ঘোষিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর গতকাল শুক্রবারই প্রথম সড়ক পথে বরিশাল শহরে আসেন। তার বরিশালে আগমনের খবর পেয়ে বরিশাল সদর উত্তর জেলা যুবদল, গৌরনদীর স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের উৎফুল্ল কতিপয় নেতা-কর্মী গৌরনদী বাসষ্টান্ডে অবস্থান নিয়ে নেত্রী শিরিনের আগমনের জন্য আপেক্ষা করতে থাকেন। বিকেল সাড়ে ৩ টার দিকে তিনি এসে গৌরনদী বাসষ্টান্ডে নেতাকর্মীদের মাঝে পৌছলে উৎফুল্ল নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ বদিউজ্জামান মিন্টুর নেতৃবৃন্দ।