বরিশাল
আগৈলঝাড়ায় এক যুবকের রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়ায় এক যুবকের রহস্যজনক মৃতুর খবর পাওয়া গেছে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। উপজেলার রাজিহার গ্রামের আ. খালেক সরদারের ছেলে দুই সন্তানের জনক জুয়েল সরদার (৩০) গতকাল শুক্রবার সকালে রহস্যজনক ভাবে নিজ বাড়িতে মৃত্যু হয়। হাসপাতালে স্বজনেরা কেউ বলছেন- গলায় রশি দিয়ে, আবার কেউ বলছেন মেশিনের ফিতা জড়িয়ে তার মৃত্যু হয়েছে। জুয়েলকে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা অনেক আগেই জুয়েলের মৃত্যু হয়েছে বলে জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল শুক্রবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।