বরিশাল
ছাত্রলীগের বাধায় গৌরনদীতে কোটা বিরোধী আন্দোলন পন্ড
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বৃহস্পতিবার সকালে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শির্ক্ষাথীদের ডাকা কর্মসূচী পন্ড করে দিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। তবে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে গৌরনদীতে উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে কোটা বিরোধী আন্দোলনে আসা কয়েকজন শির্ক্ষাথী বলেন, কোটা বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আমরা বৃহস্পতিবার সকাল ১০টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হওয়ার আহবান জানাই। সকাল ৮টা থেকে গৌরনদী, আগৈলঝাড়ার স্কুল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসতে শুরু করে। সকাল ৯টার দিকে ছাত্রলীগের একদল নেতাকর্মি লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে দলবদ্ধ হয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ আমাদের তাড়া করে সরিয়ে দেয় এতে আমাদের কর্মসূচী পন্ড হয়ে যায়। গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জোবায়েরুল ইসলাম ভূইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, কোটা আন্দোলনের কর্মসূচী নিয়ে কেউই মাঠে আসেনি, ছাত্রলীগের নেতাকর্মির বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে কাউকে পাওয়া যায়নি তবে সড়কে বিক্ষিপ্ত বিছিন্ন কিছু শিক্ষার্থীকে দেখা গেলে তাদের সরিয়ে দেয়া হয়েছে।