বরিশাল
গৌরনদীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় জাপা নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ডটকম/ বরিশাল জেলা আওয়ামীলীগের লীগের সভাপতি, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ ছোট ছেলের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর কমেন্ড করার অভিযোগে গৌরনদী পৌর জাপার সাধারন সম্পাদক মহাসিন আলী সংগ্রামের (৩৮) বিরুদ্ধে তার বড় ভাই ও উপজেলা যুবলীগের সদস্য সোহেল সিকদার (৪২) বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ গৌরনদী বাসস্টাÐ থেকে জাপা নেতা মহসিন আলী সিকদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠান।
মামলার তদন্তকালী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, সম্প্রতি গৌরনদীর সাইদুল ইসলাম নামের এক যুবক তার ফেসবুক আইডিতে জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ্র ছবি পোষ্ট করেন। ক্যাপশনে লিখেন গৌরনদীর মানুষের আস্থার প্রতীক আশিক আবদুল্লাহ। ছবির নিচে কমেণ্ট বক্সে গৌরনদী পৌর জাপার সাধারন সম্পাদক মহাসিন আলী সংগ্রাম লিখেন“ সন্ত্রাসীদের গডফাদার”। উপজেলা যুবলীগের সদস্য সোহেল সিকদার জানান, জাপা নেতার লেখাটি দেখার পরে তাকে কমেন্ট ডিলেড দিতে বলি কিন্তু সে কমান্ট ডিলেড না দিয়ে বরং দূর্ব্যবহার করেন। জেলা আওয়ামীলীগের সদস্য আশিক আবদুল্লাহ একজন জনপ্রিয় নেতা তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা ও বে-পরোয়া আচরনের কারনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাৎক্ষনিকভাবে তাকে আদালতের প্রেরনে করায় মহসিন আলী সিকদারের বক্তব্য পাওয়া যায়নি। মামলার বাদি সোহেল সিকদার ও আসামি জাপা নেতা মহসিন আলী সিকদার উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের আব্দুল হাকিম সিকদারের পুত্র।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, মামলা দায়েরের পর পুলিশ মডেল থানা পুলিশ গৌরনদী বাসষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে মহসিন আলীকে গ্রেপ্তার করে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেন।