বরিশাল
উজিরপুরে পুকুর থেকে লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গুঠিয়া বায়তুল আমান জামে মসদিজ কমপ্লেক্সের পুকুর থেকে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। লাশটি ময়না তদন্ত শেষে গতকাল বুধবার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গুঠিয়া বায়তুল আমান জামে মসদিজ কমপ্লেক্সের পুকুরে মঙ্গলবার দুপুরে লোকজন একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থঠেল পৌছে লাশটি উদ্ধার করে সুরাতহাল রিপোর্ট তৈরী করেন। এ সময় স্থানীয়রা লাশটি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের মৃত সাজেদ মোল্লার ছেলে চিরকুমার মানিক মোল্লা(৫২)র লাশ হিসেবে সনাক্ত করেন। পরে লাশের স্বজনদের খবর দিলে পরিবারের লোকজন তা নিশ্চিত করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, মানিক মোল্লা চির কুমার। গত ৩দিন আগে সে বাড়ি থেকে বের হয়ে নিখোজ হন। মঙ্গলবার পুকুরে লাশ উদ্ধার পাওয়া যায়য়। করা হয়েছে। মারা যাওয়ার কারন খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।