বরিশাল
আগৈলঝাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়ায় শুক্রবার মীর্ষ স্থানীয় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ। জাানায়, উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের মজিবুর রহমানের ছেলে মাদক শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী মতিউর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় এসআই নাসির উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেছে। মতিউরের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় ছয় ও মাদারীপুরে একটি মাদক মামলা রয়েছে। একইদিনে উপজেলার উত্তর চাঁদত্রিশিরা গ্রামের আজহার মোল্লার ছেলে ইউনুস মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। উভয়কে শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।