গৌরনদী
গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও বে-সরকারি সংস্থা কোডেক স্মাট প্রকল্পের যৌথ উদ্যোগে বর্নাঢ্য র্যালী ও আলাচনা সভার মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার গৌরনদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক দাতা সংস্থা ইকো কর্পোরেশনের আর্থিক সহায়তায় গৌরনদী উপজেলা প্রশাসন ও বে-সরকারি সংস্থা কোডেক স্মাট প্রকল্প যৌথভাবে এ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এস,এম ফরিদ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, বে-সরকারি সংস্থা কোডেক স্মাট প্রকল্পের গৌরনদী উপজেলা সমন্বয়কারী মোঃ মাইনুল ইসলাম প্রমূখ।