বরিশাল
বরিশালের ছাত্রলীগ নেতা পিস্তলসহ ঢাকায় আটক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ বিশ্বরোড থেকে বরিশাল বিএম কলেজের জিএস নাহিদ সেরনিয়াবাত (৩০) ও তার ঘনিষ্ঠ সহযোগী জুবায়ের আলমকে (২৯) শুক্রবার ভোরে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব।
র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এক মেইল বার্তায় জানান, র্যাব-১০ যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ বিশ্বরোডস্থ রাজ ফার্নিচারের কাছে সন্দেহভাজন একটি সিএনজির দুই আরোহী নাহিদ সেরনিয়াবাত ও জুবায়ের আলমের দেহ তল¬াশী চালিয়ে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে। র্যাব আরও জানায়, আসামিরা বরিশাল এলাকায় টেন্ডারবাজিসহ, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।
উলে¬খ্য, গত ২৪ মার্চ নাহিদ সেরনিয়াবাত ও তার ক্যাডার বাহিনী বরিশাল এলজিইডি কার্যালয়ে মেহেন্দীগঞ্জের ভিপি সেলিম ও তার সহযোগীকে শর্টগানের বাট দিয়ে মাথা থেতলে ১ কোটি ৬৮ লাখ টাকা ছিনতাই করে। এছাড়াও, জমি দখল, টাকা আত্মসাত ও বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে নথুল¬াবাদ মাইক্রোবাস স্ট্যান্ডসহ অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর সংশি¬ষ্ট থানায় সোর্পদ করা হয়েছে।