বরিশাল
সাবেক মেয়র ও এমপি হিরণের মৃত্যুবার্ষিকী পালনে ব্যাপক কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আজ ৯ এপ্রিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র, প্রয়াত এমপি ও মহানগর আ’লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন হিরণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে মহানগর আ’লীগসহ বিভিন্ন সংগঠন।
মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম জানান, শওকত হোসেন হিরণের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে আজ শনিবার সকাল ছয়টায় সদর রোডে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারন করবেন আ’লীগ নেতৃবৃন্দ। একইদিন সকাল সাতটা থেকে দলীয় কার্যালয়ে দিনব্যাপী কোরআনখানি অনুষ্ঠিত হবে। সকাল নয়টায় মরহুমের কবরে পূস্পার্ঘ অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও করব জিয়ারত করা হবে। এছাড়া সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে শোকর্যালী বের করা হবে। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। বিকেল সাড়ে ৫টায় নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিটি মসজিদে মরহুম শওকত হোসেন হিরণের আত্মার শান্তি এবং মাগফেরাত কমনা করে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচীতে মহানগর আ’লীগের ৩০টি ওয়ার্ড আ’লীগের নেতৃবৃন্দ, দলীয় কাউন্সিলর এবং দলের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।