বরিশাল
উজিরপুরে অষ্টম শ্রেণির ছাত্রকে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদ্রাসা পড়–য়া অষ্টম শ্রেণির ছাত্রকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্ঠা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামে ৯ই মার্চ বুধবার রাত সাড়ে ৯টার সময়। ছাত্রটি উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। হাসপাতালে গিয়ে দেখা গেছে ছাত্রটির গলায় ফাসের চিহ্ন ও জিহ্বা নিজের দাঁতের কামরের চিহ্ন রয়েছে এবং মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে।
পরিবার সূত্রে জানা গেছে বুধবার দিন রাতে অষ্টম শ্রেণির লক্ষন কাঠীর মাদ্রাসার ছাত্র পলাশ ফকির মসজিদে এশারের নামাজ পড়ে বাড়ীর পাশের নবম শ্রেণিতে পড়–য়া ছাত্রী সুমাইয়ার কাছে যায় একটি দরখাস্ত লেখানোর জন্য। দরখাস্তটি লিখে নিজ বাড়ীতে এসে ঘরে প্রবেশ করার সময় পিছন থেকে গামছা দিয়ে গলায় পেছিয়ে মাটিতে ফেলে হত্যা করার চেষ্ঠা করে দূর্বৃত্তরা। মৃত্যু হয়েছে ভেবে দূর্বৃত্তরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর বড় ভাই পারভেস ফকির ঘরের সামনে এসে দেখে ভাই পলাশ পড়ে রয়েছে ও নাক, মুখদিয়ে রক্ত ঝরছে। এর পড় ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে পাশেই পলি¬ চিকিৎসক ডাঃ নুরুল ইসলামের কাছে নিয়ে যায় এবং তিনি দেখে তাৎক্ষণিক উজিরপুর হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। ঘটনার সময় বাবা, মা কেহই বাড়ীতে ছিল না। ফাকা বাড়িতেই সুযোগ পেয়ে দূর্বৃত্তরা হত্যার চেষ্ঠা করেছে। কি কারনে ছাত্রটিকে হত্যার চেষ্ঠা করা হয়েছিল তার পরিবার কেহই কোন উত্তর দিতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রটির পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করেনি। উজিরপুর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি ঘটনাটি জানি না এবং আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেব।