গৌরনদী
ঈদ উপলক্ষে গৌরনদীতে বিএনপি আমেরিকার বোষ্টন সভাপতির শাড়ি লুঙ্গি বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপির) আমেরিকা বোষ্টন সভাপতি সৈয়দ বদরে আলম অর্থায়নে গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে গৌরনদী- আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডে তিন হাজার দুঃস্তদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার টরকী আনোয়ার প্রি-ক্যাডেট স্কুল মাঠে ওয়ার্ড ও ইউনিয়ন নেত দের হাতে হস্তান্তর করার পর ওই দিনই ওয়ার্ড নেতারা স্ব স্ব এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরন করেন।
শাড়ি লুঙ্গি বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সৈয়দ বদলে আলমের বড় ভাই বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, গৌরনদী পৌর বিএনপির সভঅপতি মোঃ মনির হোসেন মিয়া, গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু, খাঞ্জাপুর ইউয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপিরসাবেক সহ-সভাপতি আকন সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অলী আকবর মোল্লা, আবু বকর গাজী, শাহিন মিয়া। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া জানান, বিএনপির আমেরিকা বোষ্টন সভাপতি সৈয়দ বদরে আলম প্রায় ১০ লক্ষ টাকা ব্যায় করে এলাকার দুস্তঃদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরন করেন। এর আগেও তিনি এলাকার নেতা কর্মিদের মাঝে ১০ লক্ষ টাকা ব্যায়ে অনুদান প্রদান করেন।