বরিশাল
হারতা বন্দরে ডাকাতির রেস কাটতে না কাটতে ॥ উজিরপুরে সাবেক এমপি’, আ.লীগ নেতার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি, ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের হারতা মাছ বাজারে দুধর্ষ ডাকাতির রেস কাটতে না কাটতে গত শনিবার দিবাগত রাতে বরিশাল -২ আসনের সাবেক সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য মো. ওয়াদুদ সরদারের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের হাত পা বেঁধে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সরেজমিনে গিয়েস্থানীয় লোকজন, পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সদস্য মুক্তিযোদ্ধা মো. ওয়াদুদ সরদারের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিন মোড়াকাঠিস্থ গ্রামের বাড়িতে গত শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে ১০/১২ জনের একদল শসস্ত্র ডাকাত বাসভবনের সামনের জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতি সংগঠিত করেছে।
সাবেক সাংসদ মো. ওয়াদুদ সরদার জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে স্ত্রী সৈয়দা নুরুন নাহার(৫২) পুত্র আলিদ বীন ওয়ালিদ(২৮) ও খালিদ বীন ওয়ালিদ(২৪)স্ব স্ব রুমে সবাই ঘুমিয়ে যান। রাত আনুমানিক সোয়া দুইটার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখেন তার দুই পুত্র আলিদ বীন ওয়ালিদ(২৮) ও খালিদ বীন ওয়ালিদ(২৪)কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে রেখেছে। কিছু বুঝে উঠার আগেই তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। তিনি বলেন, এক পর্যায়ে ডাকাতরা ঘরে থাকা আমার লাইসেন্সকৃত একটি রিভালবার, একটি বন্দুক ও একটি শর্টগান তাদের হেফাজতে নিয়ে প্রতিটি রুমের ষ্টিল আলমিরা, সুকেজ, ওয়ার্ডপ, কাঠের আলমিরা ভেঙ্গে মালামাল লুট করে। ডাকাতরা ৪১ ভরি স্বর্নলংকার, নগত পোনে চার লক্ষ টাকা, ৫টি মোবাইল সেট, ১টি ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ ও মূল্যবান মালামালসহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতরা প্রত্যেকেই ছিল মধ্যম বয়সী । তাদের পরনে ছিল শর্ট প্যান্ট, ফুলপেন্ট ও লুঙ্গি পরিহিত অধিকাংশই ছিলে মুখোশধারী এবং দুই এক জন ছিল মুখোশ খোলা। ডাকাতরা ডাকাতি শেষে চলে যাওয়ার সময় লাইসেন্সকৃত অস্ত্র তিনিটি ঘরের বারান্দায় ফেলে যায়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ডাকাতি সংগঠিত হওয়ার কথা স্বীকার করে বলেন, ঘরের মধ্যে তিনটি আগ্নেয়স্ত্র ও ব্যবপক নিরাপত্তা থাকা সত্বেও ডাকাতির বিষয়টি রহস্যাবৃত। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
গত ২২ নভেম্বর উজিরপুরের হারতার মাছ বাজার ডাকাতরা ডাকাতি কোটি টাকা লুট ও এক ব্যবসায়ীতে হত্যা করে ¯প্রীডবোর্ডযোগে কমান্ডস্ট্যাইলে চলে যায়। ডাকাতির পরে প্রায় ১৫ দিন অতিবিাহিত হলেও কোন ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে ওই ডাকাতিতে পুলিশ জড়িত।