প্রধান সংবাদ
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম আজ উজিরপুরে আসছেন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বাংলাদেশে ৩ দিনের সফরের জন্য ঢাকায় পৌঁছেছেন। আজ ১৮ অক্টোবর মঙ্গলবার তিনি উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ভরসাকাঠী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টার পরিদর্শন করবেন। এছাড়া ওই এলাকায় গ্রামীন শক্তি ও টি.এম.এস.এস এর পরিচালিত সৌরবিদ্যুৎ এর এক সুফলভোগীর বাড়ী পরিদর্শন করবেন। তার উজিরপুর সফরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের হতদরিদ্র সত্তার বেপারীর স্ত্রী মমতাজ বেগম ৩ বছর পূর্বে টি.এম এস,এস এর মাধ্যমে ২০ ওয়ার্ডের একটি সৌর বিদ্যুৎ সংযোগ গ্রহন করেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার বাড়ীতে শুভেচ্ছা বিনিময় করবেন। মমতাজ বেগম জানান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আগমনে তার পরিবার উল্লাসিত। তার আগমনকে ঘিরে গত ২ দিন পর্যন্ত উজিরপুর এলজিইডি বিভাগের কর্মকতৃাসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এর সফর স্থান পরিদর্শন করে রাস্তাঘাট সংস্কারসহ ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ওই এলাকায় পরিদর্শনে এসে প্রথমে সাইক্লোন সেল্টারে বামরাইল ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা ও স্কুল পরিচালনা কমিটির সাথে কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ১৫ মিনিট মতবিনিময় করবেন। এর পরে ইসিআরআইপি প্রকল্পের উপরে ৫ মিনিট আলোচনা শেষে ৩য় তলায় ক্লাস রুম ও প্রসুতিরুম পরিদর্শন করবেন। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালা বলেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সফর উপলক্ষে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বরেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ড এর আগমন উপলক্ষে নিছিদ্র নিরাপত্তাসহ আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।