বরিশাল
পশ্চিম শাওড়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার বেলা ১১ টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা সৈয়দ মোঃ তোতা মিয়ার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর মোল্লা এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।