বরিশাল
গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক: ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী মঙ্গলবার নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্ধোধন করা হয়। ক্যাম্পের উদ্ধোধন করেন প্রধান অতিথি ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। ক্যাম্পের মাধ্যমে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, চোখের সানি, নেত্রনালী অপারেশন, বিনামূল্যে চশমা ও ঔষাধ সরবারহ করা হয়।
আই ক্যাম্প প্রকল্প ক্যাম্প অর্গানাইজার কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম শামীম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুবদল নেতা আব্দুল হাকিম, সাংবাদিক সোলায়মান তুহিন। চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চক্ষু চিকিৎসক ডাঃ একেএম নাজমুস সাকিব, , ¯িœগ্ধা গোলদার, তানিয়া আক্তার, ইমামা নাসরিন হাসনা, নুসরাত আলম ও শাওন হোসেন। বক্তব্য রাখেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশনের তদারককারী মো. মোফাজ্জেল হোসেন। উল্লেখ্য ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউÐেশন ও ট্রষ্ট্রের উদ্যোগে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে প্রতি শনিবার ও বুধবার বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনা পয়সার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এবারের ক্যম্প ২৭৫ জনরোগীকে সেবা প্রদান করা হয়। তার মধ্যে ৫৯জন ছানি ও ১২ জন নেত্রনালী রোগীকে বিনামূল্যে অপারেশন করানো হয়। ৩০ হাজার টাকার অষুধ বিতরন করা হয়।