বরিশাল
গৌরনদীতে বায়োশিখা বায়োগ্যাস বিষয়ক ধারণা প্রদান ও প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বায়োশিখা বায়োগ্যাস বিষয়ক ধারণা প্রদান ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং ওয়েস্ট বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, এসিডিআই ভোকার সিনিয়র মাঠ সমন্বয়কারী ডাঃ মোঃ রিদওয়ানুল হক, প্রাণিসম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডাঃ শেখ আরিফুর রহমান সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনসহ ডেমোনস্ট্রেশনের কাজের সহযোগিতা করেন ওয়েস্ট বাংলাদেশের গবেষণা ব্যবস্থাপক জনাব সুপ্রভ চৌধূরী। নবায়নযোগ্য গ্যাসের যোগান নিশ্চিত করতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ লাইভ স্টক এবং নিউট্রিশন এক্টিভিটি এবং ওয়েস্ট বাংলাদেশ যৌথভাবে এ কাজ বাস্তবায়ন করে যাচ্ছে এবং আগামী এক বছরে এক হাজার বায়োশিখা বায়োগ্যাস সিস্টেম (প্লান্ট) স্থাপনের পরিকল্পনা রয়েছে। সর্বসাকুল্যে এই সিস্টেম পরিবেশ বান্ধব হবে বলে বক্তারা আশা ব্যক্ত করেন।