বরিশাল
গৌরনদীতে অসহায় বীর মুক্তিযোদ্ধার জমি দখল
নিজস্ব প্রতিবেদক ঃ বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের অসহায় বৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের (৭৫) জমি দখল ও পুকরের মাছ লুট করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় লোকজন, ভূক্তভোগী পরিবার ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের খাঞ্জাপুর মৌজার এস.এ. জে এল নং-৪৫, বিএস নং ২০, খতিয়ান নং এস.এ -৪৬. বিএস ৯৯৭, দাগ নং এস.এ ৬৩৬ বিএস ৫৫২ এর ২০ শতাংশ জমি খাঞ্জাপুর গ্রামের মৃত হাজী মোসলেম উদ্দিন হাওলাদারের পুত্র নুর মোহাম্মদ হাওলাদার বিক্রির জন্য বীর মুক্তিযোদ্ধা নরুল ইসলামের কাছে প্রস্তাব দেন। ২০২১ সালে বীর মুক্তিযোদ্ধ নুরুল ইসলাম তার বসত ঘরের পিছনের ২০ শথাংশ জমি নিজ পুত্র মহসীনের নামে গৌরনদী সাব রেজিষ্টার অফিসের মাধ্যমে সাব-কবলা দলিল মূলে ক্রয় করেন। গ্রামের বাসিন্দারা জানান, ২০০১ সালে জমির দাতা নুর মোহাম্মদ হাওলাদার গৃহীতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে জমি দখল বুঝিয়ে দেন। সেই থেকে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম জমি ভোগ দখল করে আসছেন এবং পুকুরে মাছ চাষ করেছেন। বর্তমানে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাধ্যর্কজনিত কারনে খুবই অসুস্থ্য। এ অবস্থায় প্রতিবেশী একই গ্রামের প্রভাবশালী ও ক্ষমতাসীন আওয়ামীলীগের স্থানীয় নেতা আমীর সরদারের পুত্র মোঃ রাসেল সরদার (৩২) ও তার সহদর জাহিদ সরদার (২৭) গায়ের জোরে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে নেন।
বীর মুক্তিযোদ্ধার পুত্রবধূ সিমু আক্তার (২৬) অভিযোগ করে বলেন, আমার শ্বশুর নুরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি বার্ধক্যজনিত কারনে অসুস্থ ও চলাফেরা করতে অক্ষম। তার ছেলে মহসীন বাড়িতে থাকেন না। এই অসহায় অবস্থায় অতী সম্প্রতি সময়ে (গত বুধবার) প্রভাবশালী রাসেল সরদার ও তার ভাই জাহিদ সরদার সন্ত্রাসীদের নিয়ে একাকি জমি পরিমাপের নামে আমার জমিতে পিলার দিয়ে জোরপূর্বক জমি দখল করে নেন। জমি দখল নেওযার পরের দিন ওই সন্ত্রাসীরা আমার পুকুরের মাছ ধরে নিয়ে যায়। তিনি অভিযোগ করে আরো বলেন, আমি রাসেল জাহিদ সরদারের কাছে বহু অনুনয় বিনয় করে বলেছি আমার স্বামী বাড়িতে আসলে তাকে নিয়ে জমি পরিমাপ করে তারপর জমি দখল নেন কিন্তু তারা আমার কোন কথা শোনেন নাই। বরং নিজেরাই জমি পরিমাপের নামে তালবাহানা করে আমার জমি দখল করে নিয়েছে। আমার শ্বশুর দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে দেশ স্বাধীন করেছে। আর আজকে তার বাধ্যর্কজনিত দূর্বলতার সুযোগ নিয়ে জোরপূর্বক জমি দখল করে নেন সন্ত্রাসীরা। আমি আমার জমি ফিরে পেতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারদের কাছে জোর দাবি জানাচ্ছি। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের একাধিক লোকজন জানান, রাসেল সরদার ও তার ভাই জাহিদ সরদার অসহায় বীর মুক্তিযোদ্ধার জমি জোর পূবৃক দখল নিয়ে অমানবিক কাজ করেছে। আমরা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিবারকে আইনী সহায়তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রাসেল সরদার ও জাহিদ সরদার বলেন, আমরা দুই মাস আগে ৪ শতাংশ জমি ক্রয় করেছি। নুরুল ইসলামের ছেলে মহসীন আমাকে জমি মেপে দেওয়ার কথা বললেও না দেয়ায় আমরা ক্রয় কৃত জমি বুঝে নিয়েছি। জমি পরিমাপ করার সময় প্রতিবেশী মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে অবহিত না করে একাকি জমি দখল নেওয়া প্রসঙ্গে বলেন, তাদের বলা হয়েছে। মাছ লুট প্রসঙ্গে বলেন, আমরা কোন মাছ লুট করিনি। মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পুত্রবধূ মাছ বিক্রি করেছে। এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরে বিষয়টি তদস্তেন জন্য একজন এসআইকে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।