বরিশাল
গৌরনদী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক ঃ গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী (আনারস), গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান (মটরসাইকেল), পৌর অওয়ামীলীগের সভাপতি মোঃ মিনর হোসেন মিয়া (কাপপিরিচ)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফরহাদ মুন্সী (টিউবয়েল) মোঃ জামাল গোমস্তা (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট শাহিদা আক্তার ((হাস) শিব্রা রানীবিশ্বাস (দত্ত) (ফুটবল) ও শিল্পি বেগম (কলস)।