বরিশাল
পেনশন স্কীম নিয়ে অবহিতকরণ সভা
নিজস্ব প্রতিবেদকঃ সর্বজনিন পেনশন স্কিম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন সহ অন্যান্যরা। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।