বরিশাল
সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির ৪ দিনও পরিচয় পাওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর শিকারপুর ব্রিজের পাশে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয় (৪০) ব্যক্তির পরিচয় গত ৫ দিনও পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, গত ৩০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর শিকারপুর ব্রিজের উত্তর পাশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাই সাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় (৪০) রক্তাক্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ওই দিন রাতেই সে মারা যান। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান জানান, দূর্ঘটনা কবলিত বাই সাইকেলটি জব্দ করা হয়েছে। দূর্ঘটনার চার দিন পরেও নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় লাশ বরিশাল মর্গে রাখা হয়েছে।