বরিশাল
আগৈলঝাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবসের উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, সরকারী, বেসরকারী আধাসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন উদ্যোগে পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন। উপজেলা আওয়ামীলীগও দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, গোলাম মোস্তাফা সরদার, শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ প্রমুখ।