গৌরনদী
গৌরনদীতে ৩শ পিচ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা চেক পোষ্ট এলাকায় মঙ্গলবার বিকেলে পুলিশ ৩শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ওই দিন মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্টান্ড এলাকায় করোনাকালীন বিধি নিষেধ কার্যকর করতে একদল পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এ সময় সন্দেজনক ভাবে ঘোরাফেরা করায় পুলিশ দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাসি চালিয়ে ৩ শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জসিম বেপারী (৩৫) বানরীপাড়া উপজেলার কচুয়া গ্রামের মফিজ বেপারীর ছেলে এবং শহিদুল ইসলাম (৪৫) মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর গ্রামের জয়নাল বালীর ছেলে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মঙ্গলবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।