গৌরনদী
সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে গৌরনদী ইসলামি ফাউ-েশনের উদ্যোগে গতকাল সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মডেল থানার ওসির নেতৃত্বে মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। সমাবেশের সভাপতিত্ব করেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন। অনুষ্ঠানে “সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের করনীয়” শীর্ষক অলোচনার প্রধান আলোচক ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরনদী ইসলামি ফাউ-েশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আল-আমিন, গৌরনদী রিপোর্টাসর্ ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, বন্ধুসভার সভাপতি বেলাল হোসেন, ইসলামি ফাউ-েশনের ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, গৌরনদী ইসলামি ফাউ-েশনের মডেল পাঠাগারের কেয়ারটেকার মাওলানা মোঃ ইউনুস।