বরিশাল
উজিরপুরে আ’লীগ নেতার গৃহে দুর্ধর্ষ ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু সরদারের বসত ঘরে শনিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতের হামলায় দুইজন আহত হয়েছে। এ ঘটনায় রবিবার দুপুরে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, গুঠিয়া গ্রামের আ’লীগ নেতা মিন্টু সরদারের বসত ঘরের লোহার গ্রীল ভেঙ্গে ৮/১০জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এসময় ডাকচিৎকার শুরু করায় ডাকাতরা হামলা চালিয়ে মিন্টুর পিতা আবুল হোসেন সরদার (৮০) ও পুত্র মোস্তাফিজুর রহমান তুষারকে (১৬) গুরুতর আহত করে। পরবর্তীতে ডাকাতদল ঘরে থাকা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা, ছয়ভরি স্বর্ণালংকার, মোবাইল সেটসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নেয়। খবর পেয়ে থানা পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওইদিন দুপুরে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ শহিদ মোল্লা নামের স্থানীয় এক যুবককে আটক করেছে। এ ঘটনায় আ’লীগ নেতা মিন্টু সরদার বাদি হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।