গৌরনদী
পৌর মেয়রের সম্মানে ইফতার ॥ হাসানাত ভাইর দানকৃত জমিতে খুবশীঘ্রই গৌরনদী প্রেসক্লাবের ভবনের নির্মান কাজ শুরু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী প্রেসক্লাবের পাকা ভবন নির্মানের জন্য বরিশাল-১ আসনের সাংসদ, সাবেক চীফহুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ব্যাক্তিগতভাবে কয়েক লক্ষ টাকা মূল্যের জমি দান করেন। তার দানকৃত জমিতেই আমাদের অভিভাবক হাসানাত ভাইর উদ্যোগে এবং তার বরাদ্ধকৃত অর্থে খুবশীঘ্রই প্রেসক্লাবের পাকা ভবন নির্মান কাজ শুরু করা হবে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে গৌরনদী পৌর সভার মেয়র মোঃ হারিছুর রহমানের সম্মানে দেওয়া ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গতকাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, দক্ষিনাঞ্চলের উন্নয়নের রুপকার হাসানাত ভাই স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী সাংবাদিক বান্ধব। তার নেতৃত্বে গৌরনদী আগৈলঝাড়ার সাংবাদিকদের মানসম্মত কার্যালয় প্রতিষ্ঠিত হবে।
প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাঃ সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাধারন সম্পাদক লুৎফর দিপ, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, জি,এস, জাহিদুল ইসলাম, এজিএস রিয়াদ হোসেন, গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোলা- হালদার। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আহসান উল্লাহ, সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার, সহ-সম্পাদক এম,আলম, সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, দপ্তর সম্পাদক আমিন মোল্লা, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস, এস,এম,জুলফিকার।