গৌরনদী
গৌরনদীতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ার অভিযোগে দিপ্ত সরকার নামে এক তরুনকে (১৯) গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী চর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, উপজেলার টরকীচর মহল্লার দুলাল সরকারের পুত্র দিপ্ত সরকার তার ফেইসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নানা প্রতারনা চালায়। এর প্রতিবাদে স্থানীয় মুসুল্লীরা সোমবার রাতে উপজেলার টরকী চর গ্রামে যুবকের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দিপ্ত সরকারকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।