গৌরনদী
আগৈলঝাড়ায় প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) আয়োজনে টেকসই উন্নয় লক্ষ্যমাত্র ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন -২০১৩ বাস্তবায়নে সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের ভূমিকা এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরনী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ্ হলে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম এর সভাপতিত্বে এই সভা অনুুষ্ঠত হয়ছে।
টেকসই উন্নয় লক্ষ্যমাত্র ও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন -২০১৩ বাস্তবায়নে সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক বদিউল আলম, বরিশাল জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রধান সমন্বয়কারী মিঠু মন্ডল প্রমূখ। সভা শেষে অতিথিরা প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতর করেন।