গৌরনদী
গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে পালন
নিজস্ব প্রতিবেদক, “মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশ সর্বত্র” এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক)। গৌরনদী উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এইচ এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনসহ অন্যান্যরা। শেষে ম্যাজিক প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।