গৌরনদী
গৌরনদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও পথসভা
নিজস্ব প্রতিবেদক, “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ” এ প্রতিবাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে র্যালী, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ব্যাস্ট্যান্ডে র্যালী ও পথসভা শেষে বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া, পুলিশ সার্জেন মাহাবুব ইসলাম, এসআই অশোক চন্দ্র তালুকদারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।