গৌরনদী
গৌরনদীতে গাঁজা গাছসহ গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার নাজিরপুর শংকরপাশা গ্রাম থেকে গাঁজা গাছসহ এক তরুনকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে গৌরনদী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার একদল পুলিশ গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নাজিরপুর শংকরপাশা গ্রামের আবুল কালাম ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে নাঈম ফকিরকে (২৫) আটক করে। এ সময় পুলিশ বাগান থেকে ৬ফুট লম্বা একাধিক গাজাঁ গাছ উদ্ধার করে । এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস. এম, আসাদুল ইসলাম বাদি হয়ে মাদক দ্রক্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান,আগৈলঝাড়া থানা পুলিশ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রাম অভিযান চালিয়ে ইয়াবাসহ মৃত.প্রফুল্ল রায়ের ছেলে মাদক ব্যবসায়ী পলাশ রায়কে (৩০) ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার বাদি হয়ে পলাশ রায়কে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল গ্রেপ্তারকৃত পলাশ রায়কে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিানো হয়েছে।