গৌরনদী
কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিউল বারী বাবুর স্মরনে গৌরনদীতে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান
প্রেস বিজ্ঞপ্তি, “জনপ্রিয়তা ও ভালো সংগঠক” এই দুটি গূণ একইসাথে অর্জন করা দুরূহ। শফিউল বারী বাবু বিরল দুটি গূণই অর্জন করেছিলেন। শফিউল বারী বাবুর স্মরন সভায় ভিডিও কনফান্সে কথাগুলো বলছিলেন বরিশাল-১ আসনের সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। তিনি আরো বলেন, বাংলাদেশের ছাত্ররাজনীতির দীর্ঘ পরিক্রমায় যে স্বল্প সংখ্যক নেতৃবৃন্দ তাদের মেধা,প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত কারিশমা, দলের প্রতি অকৃত্রিম আনুগত্য এবং বিপুল জনপ্রিয়তা দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিতে সক্ষম হয়েছে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু তাদের মাঝে একেবারে সামনের কাতারের। আমার নাতিদীর্ঘ ছাত্ররাজনীতির সময়কালে বিশেষ করে, এরশাদ বিরোধী আন্দোলনের একজন সামনের সারির সংগঠক এবং জাতীয় রাজনীতিতে বিএনপির একজন কর্মী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী প্রজন্মের এই সদস্যকে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে। সে আলোকে যদি বাবুর রাজনীতির দীর্ঘজীবনকে বিশ্লেষণ করি তাহলে বলব, নেতৃত্ব একটি সহজ ব্যাকরণ দিয়ে পরিচালিত হয় “জনপ্রিয়তা ও ভালো সংগঠক” দুটি বিরল গূণাবলী খুব কম নেতাই যুগপৎ ধারণ করতে সক্ষম হন। স্নেহাস্পদ সাবেক ছাত্রনেতা শফিউল বারী বাবু তা ভুল প্রমাণিত করে প্রবল জনপ্রিয় এবং একজন অসম্ভব ভালো সংগঠকে পরিণত করেছিলেন নিজেকে। তার এই অকাল প্রয়াণে জাতীয়তাবাদী ধারা প্রতিষ্ঠার সংগ্রামের কাফেলায় যুক্ত সৈনিকেরা হারালো একজন জনপ্রিয় ও মেধাবী সংগঠককে।
বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় রিসার্স ও কমিউনিকেশন (বিএনআরসি) এর পরিচালক এবং কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্ব্যে বাবুর দীর্ঘ রাজনৈতিক জীবনকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এভাবেই তুলে ধরেন । গৌরনদী উপজেলার “৯০’ থেকে ২০২০ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ”দের গঠিত একটি প্লাটফর্মের ব্যানারে আয়োজিত জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি সদ্য প্রয়াত শফিউল বারীর স্মরণে এক স্মরণ সভা ও দোয়া অনুস্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। গৌরনদী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির তরুণ নেতা সাইয়েদুল আলম খান সেন্টু এর পরিচালনায় ৯০ পরবর্তী গৌরনদী উপজেলাধীন ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ ও কলেজ ছাত্রসংসদের নির্বাচিত ভিপি/জিএস বৃন্দ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিভিন্ন প্রজন্মের বিপুল সংখ্যক ছাত্রদল নেতৃবৃন্দ প্রিয় নেতার এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগদান করেন। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে স্থানীয় জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সর্বাত্মক সচেতনতার অংশ হিসেবে সশরীরে উপস্থিত থাকা থেকে নিজেকে বিরত রাখেন জহির উদ্দিন স্বপন।