গৌরনদী
গৌরনদীতে পল্লী চিকিৎসক ও প্যাাথলজি, ক্লিনিক ব্যবসায়ীদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে উপজেলার পল্লী চিকিৎসক ও প্যাথলজি, ক্লিনিক ব্যবসায়ীদের সঙ্গে বরিশাল সিভিল সার্জন ডাঃ এ, এফ, এম, সফিউদ্দিনের পৃথক পৃথকভাবে মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশুতোষ গৌতমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ এ, এফ, এম, সফিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল, সিভিল সার্জন অফিসের ষ্ঠেনো মোঃ সেলিম মিয়া, মেডিকেল অফিসার অমূল্য রতন বাড়ৈ, রিপোর্র্টাস ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডায়াগনিনষ্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি এম, এ, ওহাব, সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান, সহ-সভাপতি মাহামুদুল হাসান মুহিদ, প্যাথলজি ও ক্লিনিক ব্যবসায়ী আরিফ হোসেন, জামাল বাচ্চু, মোঃ জুলহাস, পল্লী চিকিৎসক মোঃ আলাউদ্দিন হাওলাদার, আঃ হানিফ , সমীর মিত্র, আব্দুল কুদ্দুস, আঃ হামিদ প্রমূখ।