গৌরনদী
৩০ ঘর লকডাউন
নিজস্ব প্রতিবেদক, কোন উপসর্গ ছাড়াই সামান্য জ্বর নিয়ে নমুনা পরীক্ষা করিয়ে করোনা পজেটিভ হয়েছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার একটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (৪৮)। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আওয়ামীলীগ নেতার করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন ইউনিয়নের আক্রান্ত ব্যক্তির গ্রামের বাড়িসহ পার্শবতী ৩০টি বসত ঘর লকডাউন করেছে। পাশাপাশি আওয়ামীলীগ নেতার সংস্পর্শে আসা ব্যক্তি ৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।