গৌরনদী
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক, সরকারিভাবে কীট সরবারহ বন্ধ থাকার কারনে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। এতে করেনার বিস্তারসহ ভোগান্তিতে পরেছে সাধারন মানুষ।
স্থানীয় লোকজন, ভূক্তভোগী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে করোনার সংক্রমন দেখা দেওয়ার পর থেকে গৌরনদী ও পাশ্ববর্তি উপজেলার আশপাশের এলাকার সাধারন মানুষ করেনার উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জনপ্রতি সাড়ে তিনশত টাকা নিয়ে হলেও নিয়মিত পরীক্ষার নমুনা নেওয়া হত। কিন্তু সরকারিভাবে কীট সরবারহ বন্ধ থাকায় ১ জুন থেকে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। কয়েকজন ভুক্তভোগী জানান, সর্দি,জ্বরসহ তাদের মধ্যে করেনার উপসর্গ দেখা দিলে পরীক্ষার জন্য নমুনা দিতে গত সোমবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় হামপাতাল কর্তৃপক্ষ নমুনা নেওয়ার মত কীট নেই বলে জানিয়ে দেন। একই কথা জানালেন উপজেলার মাগুরা মাদারীপুর গ্রামের আতাহার আলী (৪২), উত্তর চাঁদশী গ্রামের আমিরুল ইসলাম (৫৫), শাহজিরা গ্রামে শাহনাজ পারভীন (২৬)। তারা বলেন, নমুনা না নেওয়ায় পরীক্ষার অভাবে করোনা ঝুকিতে পরেছে পরিবারের সদস্যরা। কটকস্থল গ্রামের খাইরুল আহসান অভিযোগ করে বলেন, গত মে মাসের শেষের দিকে নমুনা দেওয়া হয়। জুন মাসে গৌরনদী হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানান আপনার নমুনা নষ্ট হয়ে গেছে। তাই রিপোর্ট দেয়া সম্ভব হবে না। নতুন করে নমুনা নেওয়ার জন্য বললে কীট না থাকায় তাও সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একজন করোনা রোগী বলেন, আমি নমুনা দিতে আগ্রহ প্রকাশ করলে কীট নেই বলে জানান। পরে বিশেষ উদ্যোগে আমার একার নমুনা নেওয়া হয় কিন্তু ১২ দিনেও রিপোর্ট আসেনি। এরই মধ্যে আমার পরিবারের আরো তিজন আক্রান্ত হন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক মেডিকেল অফিসার ও কর্মচারীর নাম প্রকাশ না করার শতের্ বলেন, সরকারিভাবে কীট সরবারহ বন্ধ করা হয়েছে। ফলে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষটি অবহিত করে স্থানীয়ভাবে নমুনা সংগ্রহের নির্দেশনা চেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়্যেদ মোহাম্মদ আমরুল্লাহর কাছে এ সম্পর্কে জানতে চাইল নমুনা সংগ্রহ বন্ধ থাকার কথা স্বীকার করে তিনি বলেন, গত ১ জুন থেকে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। সরকারিভাবে কীট সরবারহ বন্ধ থাকার বিষয়টি জানার পরে গত ১০ জুন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করে উপজেলা প্রশাসনের উদ্যোগে নমুনা নেওয়ার ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছে। একনো কোন আদেশ পাইনি। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল সিভির সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, সরকারিভাবে কীট সরবারহে সংকট রযেছে কিন্তু বন্ধ হয়নি।