Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় করোনা সন্দেহে বৃদ্ধাকে রাস্তায় ফেলে যায় স্বজনরা

    | ১২:৫০, জুন ২৩ ২০২০ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলশ্রী বাইপাশ সড়কের ফুলম্রী বাসষ্টান্ডে সোমবার চোখ চক্ষুর আড়ালে করোনা ভয়ে ৬০ বছর বয়সের বৃদ্ধা দিপু বালাকে ফেলে যায় স্বজনরা।স্থানীয়রা আগৈলঝাড়া থানাকে খবর দিলে সোমবার বিকেলে পুলিশ অসুস্থ্য বৃদ্ধাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

    প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে লোক চক্ষুর আড়ালে কে বা কারা ৭০ বছর বয়সের দিপু বালা নামে এক অসুস্থ্য বৃদ্ধাকে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলশ্রী বাইপাশ সড়কের ফুলম্রী বাসষ্টান্ডে ফেলে যায়। ফেলে যাওয়ার কিছুক্ষনের মধ্যে সে রাস্তার উপর অজ্ঞান হয়ে পরে থাকে। কোন স্বজন এগিয়ে না আসায় বিকেলে স্থানীয়রা বিষয়টি ফোন দিয়ে আগৈলঝাড়া থানাকে অবহিত করেন। বিকেল ৬টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায়।

    আস্কর গ্রামের প্রতিবেশীরা জানান, উপজেলার বাগধা ইউনিয়নের  আস্কর গ্রামের স্বামী মৃত অশ্বিনী বালার স্ত্রী নিঃসন্তান  দিপু বালা (৬০) তার ফুফাতো ভাই আস্কর গ্রামের মনোরঞ্জন সাহার কাছে থাকত। মনোরঞ্জন সাহা বছর খানেক আগে দিপু বালাকে বরিশাল কাঠপট্টি রোডের ধীরেণ সিকদারের বাসায় জিয়ের কাজ দেন। সেখানে গত ৪/৫ দিন যাবত অসুস্থ্য হয়ে পরলে বাড়ির মালিক তাকে ডাক্তর দেখিয়ে মোটামুটি সুস্থ্য করে বাড়িতে নেয়ার জন্য মনোরঞ্জনকে খবর পাঠান। মনোরঞ্জন সাহা বোন দিপু বালাকে বরিশাল থেকে আনতে ছেলে মিথুন সাহাকে বরিশাল্ পাঠান। 

    আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, করোনা ভয়ে মনোরঞ্জন সাহার ছেলে মিথুন সাহা বৃদ্ধা দিপু বালাকে বরিশাল থেকে এনে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা থানায় সংবাদ দিলে তাকে উদ্ধার করে বিকেলে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ প্রসঙ্গে জানতে মিথুন সাহার (২২) সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে মিথুনের বাবা মনোরঞ্জন    সাহা বলেন, দিপু বালাকে আমার কাছে রাখার জন্যই তাকে আনতে পাঠিয়েছি রাস্তায় ফেলে আসার বিষয়টি আমি পরে শুনেছি।।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার পর সুস্থ্য করতে সব ধরনের প্রচেষ্টা অব্যহত রয়েছে।বয়সের ভারে অনেকটা অসুস্থ্য হলেও প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধা করোনায় সংক্রমিত নয়। অযাথা করোনা ভয় থেকেই রাস্তায় ফেলে গেছে স্বজনরা। আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, করোনা মোকা বেলায় মানুষের বিবেককে জাগ্রহ করা প্রয়োজন। মানবিকতা বিবর্জিত হলে মাহামারী সংকট আরও ঘনিভুত হবে। বৃদ্ধার ভাতিজা মিথুন সাহার অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৭১২

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষনা
    • বেদে সম্প্রদায়কে বহনকারী ট্রাক উল্টে ডোবায়, নিহত ২ আহত-২১
    • গৌরনদীতে বিনামূল্যে বীজ-কীটনাশক-সার ও চারা বিতরন অনুষ্ঠান
    • মহানবীকে নিয়ে কটুক্তিকারী তমাল বৈদ্যের বিচারের দাবীতে আগৈলঝাড়ার ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান
    • মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে বিএনপি নেতার ছেলের হামলায় দুই ব্যবসায়ী জখম, প্রতিবাদে বিক্ষোভ ও ধর্মঘট
    Top