গৌরনদী
গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় ২০টি মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় সোমবার ২০টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলারা বাজার ও বাটাজোর বন্দরে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা। এ সময় মাস্ক না পরে বাজারে অযাথা ঘোরাফেরা করে করোনা সংক্রামক বিস্তার ঘটানোর আশংকায় ২০ ব্যক্তির রিরুদ্ধে ২০টি মামলা দায়ের করা হয়। মামলার অভিযুক্তরা পথচারী, ক্রেতা, বিক্রেতা ও মোটরসাইকেল আরোহী। ২০টি মামলায় আসামিদের কাছ থেকে ৬ হাজার টাকা জড়িমানা আদায় করা হয়। বরিশাল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি পরিপালনে বাধ্য করতে বরিশাল জেলা প্রশাসন আরো কঠোর অবস্থানে রয়েছে।