গৌরনদী
শাহান আরা বেগমের স্মরনে গৌরনদীর খাজা ফরিদপুরী এবতেদায়ী মাদ্রাসার দোয়া-মোনাজাত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মা বরিশাল জেলা আওয়ামী সহ-সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহান আরা বেগমের মৃত্যুতে গৌরনদী উপজেলার টরকী সুন্দরদী বিশ্বওলী খাজা ফরিদপুরী এবদেতায়ী মাদ্রাসার উদ্যোগে কোরআন খতম দোয়া-মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাজা ফরিদপুরী এবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাদশা মুন্সীর উদ্যোগে অয়োজিত মিলাদ ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থি ছিলেন গৌরনদী পৌরসভার ১নং কাউন্সিলর মোঃ খোকন শিকদার , আলহাজ্ব কামাল উদ্দিন মুন্সি, প্রধান শিক্ষক মাওলানা আবদুল হাই, সহকারী শিক্ষক মাওলানা রকিবুল ইসলাম, মাওলানা আবদুল জব্বার সালেহী, গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক স্বাধীন খান, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম – সাধারণ সম্পাদক শামীম মীর, মাওলানা সাইফুল ইসলাম জেহাদী, কারী ফজলুর রহমান আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচলনা করেন ইয়াকুব হোসেন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।