গৌরনদী
অসহায় মানুষের পাশে সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার ১২টি গ্রামের দুঃস্ত অসহ্য়া ১৫০টি পরিবারকে এক মাসের খাবার ও দুটি পরিবারকে সেলাই মেশিন তুলে দিয়ে মানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশন। শনিবার সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মোস্তাফিজুর রহমান ওরফে দিনুর নাঠৈ গ্রামস্থ বাসভবনে সামনে এসব ত্রান সামগ্রী বিতরন করা হয়। গত ১৬ মে প্রথম দফায় ১১৯টি পরিবারের মধ্যে একই সামগ্রী দেওয়া হয়। এ কর্মসূচী অব্যহত থাকবে।
গৌরনদী উপজেলার নাঠৈ, দক্ষিন নাঠৈ, উত্তর নাঠৈ, চাঁদশী, পশ্চিম শাওড়া, গৈলাসহ ১২টি গ্রামের ১৫০টি পরিবারকে এক মাসের খাবার হিসেবে চাল ২৫ কেজি, আলু ৫ কেজি, মুশুরীর ডাল ২ কেজি, সয়াবিন ২ কেজি, ছোলা ১ কেজি, চিরা ১কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ২টা, বিস্কুট ১প্যাকেট ও একটি মাস্ক দেয়া হয়। ত্রান বিতরনে উপস্থিত ছিলেন সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস.এম. মহিউদ্দিন বাদশা, যুগ্ম সম্পাদক সৈয়দ অরিফুর রহমান, সমাজ কল্যান সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক সৈয়দ মজনুর রহমান, সমাজ সেবক সৈয়দা তাজ নাহার, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সদস্য সৈয়দ নজরুল ইসলাম, নাসিম শরীফ, সৈয়দ শিুপ, সাংবাদিক পলাশ তালুকদার। উল্লেখ্য গত ১৬ মে প্রথম দফায় ১১৯টি পরিবারের মধ্যে একই সামগ্রী দেওয়া হয়। এ কর্মসূচী অব্যহত থাকবে।