গৌরনদী
গৌরনদীতে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি, ছাত্রলীগ নেতা নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলা সদরে ছোট বোন বরিশাল হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ করায় বড় বোনের উপর ছাত্রলীগ নেতা আরিফ মিয়া সহযোগীদের নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় বড় বোন বাদি হয়ে বুধবার গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ মামলার প্রধান আসামি সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য আরিফ মিয়াকে (২৪) গ্রেপ্তার করেছে।
মামলার বাদি অভিযোগ করে বলেন, আমার ছোট বোন বরিশাল হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী (২০) বাড়ি থেকে বের হলে রাস্তা ঘাটে প্রায়ই তাকে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা আরিফ মিয়া (২৪) মিয়াা সহযোগী বখাটেদের নিয়ে পথরোধ করে উত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। ছোট বোন বিষয়টি পরিারকে জানালে তারা আরিফকে সাশিয়ে দেন। এতে আরিফ মিয়া ক্ষিপ্ত হন। গত বুধবার বিকেল ৪টায় ছোট বোনকে নিয়ে সে পৌর সদরের মৎস্য খামারের সামনে পৌছলে বখাটে আরিফ তিন সহযোগীকে নিয়ে হাজির হয়ে অশ্লীল ও কুরুচিপূর্ন কথা বলে ছোট বোনের শরীরে হাত দেয়। বড় বোন প্রতিবাদ করলে আরিফ মিয়া সহযোগীদের নিয়ে হামলা চালিযে টানা হেচরা করে ওড়না নিয়ে যায়। কলেজ ছাত্রীর মা (৫০) অভিযোগ করে বলেন, বখাটে আরিফ মিয়াকে সাশিয়ে দেয়ায় সে বাড়িতে এসে প্রায়ই আমার মেয়েদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, কলেজ ছাত্রী ও তার বড় বোনকে শ্লীলতাহানি ও হামলার ঘটনায় বড় বোন বাদি হয়ে বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তিন সহযোগীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ আরিফ হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। আরিফ মিয়ার বখাটেপনায় এলাকার স্কুল কলেজগামি ছাত্রীরা অতিষ্ঠ ও ভীত সন্ত্রস্থ। এর আগেও আরিফ একাধিক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী তুলে নিয়ে যায় পরে রাজনৈতিক চাপে ফেরত দেন।