গৌরনদী
আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে গৌরনদীতে মধ্যবিত্ত ৮শ পরিবারকে যুবলীগ নেতার ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল-১ আসনের সাংসদ ও সাবেক চীফ হুইফ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান মান্না মধ্যবিত্ত ৮শ পরিবারকে ঈদ উপহার দিলেন।
করোনার কারনে কষ্টে থাকা সরিকল ইউনিয়নের মধ্যবিত্ত পরিবারের মধ্যে শুক্রবার ও শনিবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌছে দেন যুবলীগ নেতা। ঈদ উপহার প্যাকেটে ছিল চাল ৬ কেজি, আলু ৩ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন ১ লিটার, সেমাই ১প্যাকেট, চিনি ১ কেজি, গুড়া দুধ ১ প্যাকেট (২শ গ্রাম)। গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান বলেন, করোনার ফলে সবচেয়ে কষ্টে রয়েছে মধ্যবিত্ত পরিবারগুলো। সমাজের লোকজন জানে তারা ভাল আছে কিন্তু আসলে খুবই কষ্টে রয়েছে। তারা না পারে কাজ করতে , না পারে লাইনে দাড়িয়ে ত্রান আনতে তাই তাদের সম্মান বজায় রেখে মধ্যবিত্ত পরিবারের বাড়িতে গিয়ে বরিশাল -১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। উল্লেখ্য এর আগে হাফিজুর রহমান গৌরনদীর ৩ হাজার দুঃস্ত পরিবারের মাঝে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন।