গৌরনদী
সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের উদ্যোগে সাংবাদিকদের পিপিই প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল-১ আসনের সাবেক সাংসদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এম. জহির উদ্দিন স্বপনের উদ্যোগে বরিশালের গৌরনদীতে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকা ও বেসরকারী টিভি চ্যানেলে কর্মরত পত্রিকার সংবাদ কর্মীদের মাঝে পিপিই বিরতন করা হয়। সোমবার গৌরনদী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ জামিল মাহমুদের হাতে ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার ও সাধারন সম্পাদক এস, মিজানের হাতে পিপিই তুলে দেন সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের প্রতিনিধি জহীর সাজ্জাত হান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিকুল ইসলাম কাজল, শাহাবুব শরীফ, মোঃ ফরিদ মিয়া, জাকির হোসেন, যুবদল নেতা সাইদুল আলমে সেন্টু, তরিকুল ইসলাম কাফি, ছাত্রদল নেতা জাকির হোসেন রাজা, মাহামুদুর রহমান মিলন ও মাসুদ রানা । গৌরনদীর ৩০ জন সাংবাদিককে পিপিই প্রদান করা হয়। গৌরনদীর সাংবাদিকদের পিপিই দেয়ার জন্য গৌরনদী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ জামিল মাহমুদের হাতে ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার ও সাধারন সম্পাদক এস, মিজান বরিশাল-১ আসনের সাবেক সাংসদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এম. জহির উদ্দিন স্বপনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।


